ভ্যাকসিনের দামে কেন্দ্র-রাজ্যে ‘বৈষম্য’ কেন? কেন্দ্রের কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের
করোনা ভ্যাকসিনে দামের ফারাক নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার খোদ সুপ্রিম কোর্টও এই প্রশ্ন তুলে দিল কেন্দ্রীয় সরকারের সামনে। একই টিকার দাম দু’ধরনের কেন, কিসের ভিত্তিতে, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের জবাব তলব করা হয়েছে। শুধু তাই নয়, অবিলম্বে দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতেও নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টে তরফে বলা হয়েছে, ‘দেশে এখন জাতীয় বিপর্যয় চলছে, আর এমন সময় আদালত নীরব দর্শক হয়ে থাকতে পারে না। মানুষের জীবন বাঁচানোই আদালতের অগ্রাধিকারের মধ্যে পড়ে। আদালত যখনই মনে করবে, তখনই হস্তক্ষেপ করবে।’ একই সঙ্গে দিল্লি, কলকাতা, মাদ্রাজ হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে দেশের নির্বাচন কমিশন। গতকালই মাদ্রাজ হাইকোর্ট কমিশনকে তীব্র তিরস্কার করে বলেছে, ‘দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী নির্বাচন কমিশন। কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিৎ।’ সেই প্রেক্ষিতেই এদিন সুপ্রিম কোর্টও বলেন, ‘হাইকোর্টগুলিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’ এদিন সলিসিটর জেনারেলের কাছে সুপ্রিম কোর্টের প্রশ্ন, ‘টিকাকরণই কি এই মুহূর্তে করোনা মোকাবিলার একমাত্র উপায়? জাতীয় বিপর্যয় চলছে, সঙ্কট মোকাবিলায় কেন্দ্রের জাতীয় পরিকল্পনা কী?’ প্রসঙ্গত, ভ্যাকসিনের দামে বৈষম্য নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। সেরাম ইন্সস্টিউটের তরফে জানানো হয়েছে, কেন্দ্রকে তাঁরা ভ্যাকসিন দেবে ১৫০টাকায়, রাজ্যগুলিকে ৪০০ টাকায় এবং বেসরকারি হাসপাতালগুলিকে ৬০০ টাকায়। কেন এই দামের হেরফের, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব দেশের সমস্ত বিরোধী দল, মায় আমজনতাও। এই পরিস্থিতিতে কেন্দ্রের কাছেও বিষয়টি জানতে চাইল শীর্ষ আদালত।