একাধিক প্লেয়ারের বিরুদ্ধে চক্রান্ত, গ্রেফতার বার্সার প্রাক্তন প্রেসিডেন্ট বার্তামেউ
বিতর্কিত বার্সাগেট কেলেঙ্কারিতে গ্রেফতার হলেন বার্সেলোনার প্রাক্তন সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ গ্রেফতার করল পুলিস। এদিন হঠাত্ বার্সেলোনা ক্লাবে অভিযান চালায় পুলিস। এরপর বাড়ি থেকে গ্রেফতার করা হয় বার্তামেউকেষ এছাড়া গ্রেফতার করা হয়েছে সিইও অস্কার গ্রাউ ও লিগ্যাল টিমের প্রধান রোমান গোমেজ। যদিও বার্সার তরফ থেকে সরকারিভাবে স্বীকার করা হয়নি গ্রেফতারির কথা। অভিযোগ, বার্তামেউ সভাপতি থাকাকালীন মেসি, পেপ গুয়ার্দিওলা, জাভি ও জেরার্ড পিকেদের বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন। একটি সোশ্যাল মিডিয়া কোম্পানিকে ক্লাবের কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার সহ ব্যক্তিতে অপমান করার জন্য টাকা দিয়েছিলেন। ২০২০-তে বার্কাগেট স্ক্যান্ডাল সামনে আশার পর বার্তামেউ স্বীকার করে নিয়েছিলেন যে ঐ কোম্পানির সঙ্গে তিনি কন্ট্র্যাক্ট করেছিলেন কিন্তু কোনো ব্যক্তিবিশেষকে আক্রমণ করার জন্য নয়। মেসি গতবছরই এই ঘটনাকে অস্বাভাবিক আখ্যা দিয়েছিলেন। এবার সেই সেই বার্সাগেট কেলেঙ্কারিতেই গ্রেফতার হলেন বার্তামেউ।