উত্তরপ্রদেশের হাথরসে নির্যাতিতার বাবাকে গুলি করে খুন, জেল থেকে বেরিয়েই বদলা নিল অভিযুক্ত
যৌন নির্যাতনের অভিযোগ ছিল। তিন বছর জেল খেটে বেরিয়েই ভয়ঙ্কর বদলা নিল অপরাধী। গুলি করে খুন করল নির্যাতিতা তরুণীর বাবাকে। উত্তরপ্রদেশের হাথরসে একের পর এক ধর্ষণ, যৌন নির্যাতনের ঘটনা নাড়িয়ে দিয়েছে দেশবাসীকে। ফের এমন ঘটনা সামনে আসায় ঘুম উড়েছে প্রশাসনের। হাথরসের এক তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল গ্রামেরই এক তরুণের বিরুদ্ধে। নাম গৌরব শর্মা। সেটা ২০১৮ সাল। এই ঘটনা নিয়ে সে সময় তোলপাড় হয় হাথরসে। পুলিশ গ্রেফতার করে গৌরবকে। আদালতে তোলা হয়। বিচারে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় গৌরবকে। পুলিশ জানিয়েছে, গতকাল জেলা আদালতে জামিন পায় গৌরব। তারপরেই সটান চলে যায় নির্যাতিতার বাড়িতে। মেয়েটির পরিবার জানিয়েছে, সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ দলবল নিয়ে তাঁদের বাড়িতে চড়াও হয় গৌরব। পরিবারের সকলকে হুমকি দিতে থাকে। মেয়েটির বাবা বেরিয়ে আসেন। তাঁর সঙ্গে ঝামেলা শুরু হয়। কথা কাটাকাটির মাঝে পিস্তল বের করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে গৌরব। গুলিবিদ্ধ হন নির্যাতিতা তরুণীর বাবা। রক্তাক্ত লুটিয়ে পড়েন। স্থানীয়রাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান মেয়েটির বাবাকে। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর।