
পাটুলিতে খেলার মাঠে বোমকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, হাসপাতালে ভর্তি কিশোর
পাটুলিতে স্থানীয় একটি খেলার মাঠে বোমকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটে। ঘটনার জেরে আহত হয়েছে এক কিশোর। পাটুলি থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি খেলার মাঠে এই ঘটনার জেরে প্রশাসেনর দিকে অভিযোগের আঙুল উঠেছে। ঘটনাস্থলে গিয়েছে পাটুলি থানার পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। কালীপুজোর পরদিন কীভাবে এখানে এই বোমা উদ্ধার হল তা নিয়ে উঠছে প্রশ্ন। থানার এত কাছে কীভাবে এই ধরণের একটি ঘটনা হল তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। পাটুলির মত একটি জনবহুল এলাকায় কীভাবে মাঠের মধ্যে বোমা কে বা কারা রেখে গেল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।