রিষড়াতে বিদ্যুৎ পর্ষদের সাব স্টেশনে ভয়ংকর আগুন

রিষড়াতে দিল্লি রোড লাগোয়া বিদ্যুৎ পর্ষদের স্টেশনে মঙ্গলবার দুপুরে ভয়ংকর আগুন লাগে। হঠাৎ এই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। আগুন লাগার খবর পেয়ে সেখানে দমকলের তিনটি ইঞ্জিন এসে পৌঁছয়। আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। এই অগ্নিকাণ্ডের দরুন রিষড়াতে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সোমবার রাতভোর অশান্তির পর রিষড়াতে মঙ্গলবার সকালে পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করেছেন রাজ্যের মুখ্য সচিব। উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতায় ফিরে রাজ্যপাল নিজে কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি যান রিষড়াতে। রাজ্যপাল সেখানে পৌঁছে কথা বলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি সহ এলাকার সাধারণ মানুষজনের সঙ্গে। সেখানে দুপুর নাগাদ দিল্লি রোড সংলগ্ন রিষড়া বিদ্যুৎ দফতরের সাব স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। যদিও এই ঘটনাটি নিছক দুর্ঘটনা বলেই দাবি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।হুগলির রিষড়ার পাওয়ার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড।ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করেছেন। এলাকার বাসিন্দাদের ও দমকলের আধিকারিক সুত্রে জানা গিয়েছে,সকাল প্রায় বারোটা নাগাদ এই আগুন লাগে।প্রথমে একটি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর জন্য আসে।কিন্ত কাজ না হবার জন্য পরে আরো তিনটি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে।

error: Content is protected !!