পশ্চিম মেদিনীপুরে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা। এলাকায় তুমুল চাঞ্চল্য।  সূত্রে খবর, কলকাতা থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল বাসটি। বাসে অনেক যাত্রীও ছিলেন। ঘড়িতে তখন প্রায় ১০টা। খড়গপুরের গ্রামীণ এলাকার মাতপুরে ৬ নম্বর জাতীয় আচমকাই আগুন ধরিয়ে যায় বাসটি! এদিকে চোখের নিমেষে সেই আগুন ভয়াবহ আকার নেয়। রাতের অন্ধকারে জাতীয় সড়কের উপর দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি। যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু আগুনে তীব্রতা এতটাই ছিল, বাসটির ধারেকাছেও যেতে পারেননি কেউ, যাত্রীদের উদ্ধার করা তো দূর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও দমকল। শেষ খবর অনুযায়ী, বাস থেকে বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করা গিয়েছে।

error: Content is protected !!