শিবের মাথায় জল ঢালতে গিয়ে অজয় নদীতে তলিয়ে গেল যুবক

শিবের মাথায় জল ঢালতে গিয়ে মৃত্যু হল এক ছাত্রের। শ্রাবণ মাসের সোমবার শিবের মাথায় জল ঢালতে গিয়ে অজয় ​​নদীতে ডুবে গিয়ে মৃত্যু হল বিএ প্রথম বর্ষের এক ছাত্রের। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত যুবকের নাম রজত ঘোষ, বয়স ১৯ বছর। ওই ছাত্র আসানসোলের জামুড়িয়া থানার সিদ্ধপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, শ্রাবণ মাসের  সোমবার সিদ্ধপুর বাগডিহা নদীর ঘাটে প্রচুর মানুষ জড়ো হয়েছিল। অজয় ​​নদীতে স্নান করে শিবের মাথায় জল নিবেদনের জন্য কাছের শিব মন্দিরে জল নিয়ে যায়। রজত ওরফে কাজুও তাঁর কয়েকজন বন্ধুও নদীতে স্নান করতে গিয়েছিল। সেই সময় কোনওমতে নদীতে পড়ে যান কাজু। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন কাজুকে মাছ ধরার জাল নিয়ে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

error: Content is protected !!