
পুঞ্চে জঙ্গিদের সন্ধানে ড্রোন এবং স্নিফার ডগ দিয়ে জোর তল্লাশি, তদন্তে এনআইএ
জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনার উপর গ্রেনেড হামলার ঘটনায় অন্তত সাতজন জঙ্গি জড়িত। পাক মদতপুষ্ট ওই জঙ্গিরা দু’টি দলে ভাগ হয়ে উপত্যকায় লুকিয়ে রয়েছে। গোয়েন্দা সূত্রে এমন খবর মিলতেই তাদের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে। গোটা এলাকা কর্ডন করে রেখে অভিযান চলছে। জঙ্গিরা বাতা-দরিয়া এলাকার ঘন জঙ্গলে লুকিয়ে থাকতে পারে, এমনই আশঙ্কা করে ড্রোন উড়িয়ে এবং স্নিফার ডগ নামিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে সেনা সূত্রে খবর। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এবং রাজৌরি ও পুঞ্চের সীমানায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ভিমবের গলি থেকে পুঞ্চ যাওয়ার রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ যান চলাচল। লোকজনকে মেন্ধার হয়ে পুঞ্চে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এনআইএর উচ্চ পর্যায়ের টিম। এদিন তারা বিস্ফোরণস্থল পরিদর্শন করে। হামলাকারী জঙ্গিদের খোঁজে অলআউট অভিযান চলছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে।
