কোচবিহারে হাতির হামলা, মৃত ৪

হাতিদের তাণ্ডবে বেঘোরে প্রাণ গেল চার গ্রামবাসীর৷ মৃতদের মধ্যে দু’জন মহিলা। গত দু’দিন ধরে কখনও কোচবিহারের দিনহাটা, কখনও বা মাথাভাঙায় দাপিয়ে বেড়াচ্ছে ছ’টি হাতির দল। তাদের জঙ্গলে ফেরাতে বনকর্মীরা ব্যর্থ হওয়ায় চার জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন মৃতদের পরিবার। গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন কোচবিহারের বনবিভাগের আধিকারিক বিজন নাথ।তিনি বলেন, ‘জলদাপাড়া ও কোচবিহারের উদ্ধারকারী দল বৃহস্পতিবার থেকে হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যতটা সম্ভব কম ক্ষতি করে দ্রুততার সঙ্গে হাতির দলকে পাতলাখাওয়া বা জলদাপাড়ার জঙ্গলের দিকে ফেরত পাঠানোর চেষ্টা হচ্ছে।’ বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর চেষ্টা করেও হাতিদের জঙ্গলে ফেরত পাঠাতে পারেননি বনকর্মীরা।পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন বুদ্ধেশ্বর অধিকারী (৬০), আনন্দ প্রামাণিক (৪০), রেখারানি রায় (৬৮) ও জয়ন্তী সরকার (৪৬)। প্রথম দু’জনের বাড়ি মাথাভাঙার পারাডুবি গ্রামে। বাকি দুই মহিলার বাড়ি ঘোকসাডাঙার উনিশবিশা গ্রামে। শুক্রবার সকালে মাথাভাঙার পারাডুবি গ্রামের মাঠে জমিতে ঘাস কাটতে গিয়ে হাতির হানায় প্রাণ হারান বুদ্ধেশ্বর অধিকারী। দুপুরে জমিতে কাজ করার সময়ে হাতির হামলার মুখে পড়ে প্রাণ যায় আনন্দ প্রামাণিকের।

error: Content is protected !!