১৮ বছর হলেই নেওয়া যাবে কোভিড ভ্যাকসিন, জানাল কেন্দ্র
১৮ বছর থেকেই নেওয়া যাবে কোভিড ভ্যাকসিন, জানাল কেন্দ্র। এতদিন, ৪৫ বছরের ঊর্ধ্বে যাদের বয়স ছিল তাঁরাই কেবল ভ্যাকসিন নিতে পারছিলেন। এবার, নতুন প্রজন্মকে দেওয়া হবে ভ্যাকসিন। বিশেষজ্ঞরা বারবার করে জানাচ্ছিলেন, করোনার ডবল মিউটেন্টের পর সবচেয়ে বেশি ক্ষতি করছে নতুন প্রজন্মকে। সমীক্ষা বলছে করোনায় কাবু হচ্ছে মূলত ১৫ থেকে ৪৫। অন্যদিকে, ছাড় পাচ্ছে না সদ্যোজাতোরাও। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বেশ কিছুদিন ধরে কেন্দ্রের কাছে আবেদন করেন, যাতে ১৮ বছরের পর থেকেই ভ্যাকসিন দেওয়া হয়। সেই পথেই হাঁটল এবার মোদি সরকার। এদিন কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, আগামী ১ মে থেকে শুরু হচ্ছে দেশে তৃতীয় দফার টিকাকরণ কর্মসূচি। এছাড়া ১৮ বছর হলেই নেওয়া যাবে কোভিড ভ্যাকসিন।