স্পেনের বিরুদ্ধে ড্র করে টিকে রইল জার্মানি

কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ ব্য়বধানে হারিয়েছিল স্পেনের। তবে চার বারের চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে ম্যাচ একেবারেই সহজ ছিল না। ম্যাচ শুরুর আগে চাপে ছিল জার্মান শিবিরও। প্রথম ম্যাচে জাপানের কাছে হারার পর এটাই ছিল তাদের মরণবাঁচন ম্যাচ।  ২০১৪ বিশ্বকাপ জয়ের পরের ২০১৮ বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায়। এবারও জার্মানির গ্রুপপর্বের পারফরম্যান্স তথৈবচ। তবে শেষমেশ  পিছিয়ে পড়েও স্পেনের বিপক্ষে ১-১  ড্র করলো তাঁরা।আর তার ফলেই শেষ ষোলোয় যাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা দেখা দিল হ্যান্সি ফ্লিকের দলের।

error: Content is protected !!