উত্তরপ্রদেশে সরকারি স্কুল শিক্ষককে সপরিবারে গুলি করে খুন, রেহাই পেল না ৬ বছরের শিশুও

ফের ভয়াবহ খুনের ঘটনায় খবরের শিরোনামে উত্তরপ্রদেশ। এবার এক সরকারি স্কুল শিক্ষকের বাড়ি ঢুকে স্ত্রী, সন্তানসহ তাঁকে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আমেঠীতে। বিশেষ বিষয় হল, ওই এলাকায় একটি মেলা উপলক্ষে প্রচুর পরিমাণে পুলিস মোতায়েন ছিল, তার মধ্যেই ঘটেছে এই ভয়াবহ হত্যাকাণ্ড। ঘটনায় উত্তরপ্রদেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত স্কুল শিক্ষক পরিবার-সহ ভবানীনগর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার বলপূর্বক কিছু দুষ্কৃতী তাঁদের বাড়িতে ঢুকে পড়ে ও পুরো পরিবারকে গুলি করে খুন করা হয়।  পরিবারে স্ত্রী ছাড়াও ওই শিক্ষকের দুই কন্যা সন্তানও ছিল, তাঁদের মধ্যে একজনের বয়স মাত্র ৬ বছর। তাঁকেও রেহাই দেয়নি দুষ্কৃতীরা। হাড়হিম করা এই হত্যাকান্ডের ঘটনায় রাজ্যজুড়ে সাড়া প‌ড়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মাস দুয়েক আগেই ওই পরিবার চন্দন বর্মা নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল। একাধিকবার খুনের হুমকি ও যৌন হেনস্তার মতো অভিযোগ এনে চন্দনের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিল শিক্ষকের স্ত্রী। আর তার কিছুদিনের মধ্যেই এই ঘটনা ঘটল। পুলিস ইতিমধ্যেই এই ভয়ঙ্কর হত্যালীলার ঘটনার তদন্ত শুরু করেছে। আগের অভিযুক্ত চন্দনের সঙ্গে এই খুনের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

error: Content is protected !!