
শিক্ষামন্ত্রী এবং শিক্ষাসচিবকে তলব করলেন রাজ্যপাল
এসএসসি দুর্নীতি নিয়ে যখন প্রবল চাপে রাজ্য সরকার, তখনই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আজ দুপুরে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবকে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে ৷ এ কথা টুইট করে নিজেই জানিয়েছেন ধনকড় ৷ টুইটে রাজ্যপাল জানিয়েছেন, “আজ দুপুরে শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্যব্রত বসু রায়চৌধুরী ও শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী মণীশ জৈনের রাজভবনে এসে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ৷” তবে কী কারণে তাঁদের ডাকা হয়েছে, সে বিষয়ে টুইটে স্পষ্ট করে কিছু জানাননি ধনকড় ৷