প্রয়াত ইন্সপেক্টর অগ্নি মিত্রের বাড়িতে সস্ত্রীক রাজ্যপাল

রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের ইন্সপেক্টর প্রয়াত অগ্নি মিত্রের পরিবারের সঙ্গে সস্ত্রীক দেখা করলেন রাজ‍্যপাল জগদীপ ধনকড়। রবিবার বারাসতের হৃদয়পুরে নিহত পুলিশকর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান রাজ্যের সাংবিধানিক প্রধান । এদিন প্রয়াত অগ্নি মিত্রের পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ একান্তে কথা বলেন জগদীপ ধনকড় । প্রয়াত পুলিশকর্মীর বাড়ি থেকে বেরিয়ে এদিন রাজনৈতিক কোনও প্রশ্নেরই উত্তর দিতে চাননি রাজ্যপাল জগদীপ ধনকড়। শুধু বলেন, “প্রয়াত অগ্নি মিত্রের বাড়িতে এসে তাঁর পরিবারকে সমবেদনা জানালাম । তাঁর স্ত্রী এবং দুই কন‍্যার সঙ্গে কথা বলেছি । শোকস্তব্ধ পরিবারের পাশে রয়েছি ।”

https://twitter.com/jdhankhar1/status/1535878416892801024
error: Content is protected !!