অবশেষে পাহাড়ে ফুটল ঘাসফুল, এগিয়ে বিজিপিএম

অবশেষে পাহাড়ে ফুটল ঘাসফুল ৷ পাহাড়ে নতুন সূর্যের উদয়। উল্লেখযোগ্য ভালো ফলাফল হল তৃণমূল কংগ্রেসের। জিটিএতে মোট ৪৫টি আসনের মধ্যে তৃণমূল ১০টি আসনে প্রার্থী দিয়েছিল। তার মধ্যে ৫টিতে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন। এই প্রথম জিটিএ-র ভোটে তৃণমূল খাতা খুলতে পারল। জিটিএ নির্বাচনে ডালি ব্লুমফিল্ড সমষ্টি থেকে জিতলেন তৃণমূলের বিনয় তামাং ৷ কালিম্পং ৩৫ নম্বর সমষ্টি থেকে জয়লাভ করেছেন তৃণমূলের সুমন গুরুং ৷ সোনাদা সমষ্টি থেকে জয়ী হয়েছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা ৷ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থী অনোশ থাপা জয়লাভ করেছেন ৷ রিম্বিকেও জিতেছে অনিত থাপার দল ৷ অন্যদিকে, শিলিগুড়ি মহকুমা পরিষদের গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বামেদের ৷ এই মুহূর্তে মহকুমা পরিষদের নির্বাচনে শাসক শিবির অনেকটাই এগিয়ে রয়েছে ৷ জিটিএ নির্বাচনে জয়ী হয়েছেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড ৷ তিনি দার্জিলিং সদর আসনে লড়েছিলেন ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত জিটিএ-র ৪৫টি আসনের মধ্যে হামরো পার্টি ৪ টি, অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ১০টি, তৃণমূল ৫ টি ও ৫জন নির্দল প্রার্থী জয়ী হয়েছেন ৷

error: Content is protected !!