
একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত, একদিনে মৃত ৪
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত। শনিবার টানা ৮ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২১৯ মিলিমিটারের বেশি। যার জেরে প্লাবিত শহর থেকে গ্রাম। কয়েকটি জেলায় হড়পা বান দেখা গিয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার অতি ভারী বৃষ্টির সময় জলে ডুবে মৃত্যু হয়েছে ৪ জনের। এক ব্যক্তি ও তাঁর ছেলে জলে ভেসে যান। ওই ব্যক্তিকে উদ্ধার করা গেলেও। তাঁর ছেলের এখনও খোঁজ মেলেনি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নভসারি এবং জুনাগড় এলাকা। জলের স্রোতে ভেসে গেছে একের পর এক গবাদি পশু, গাড়ি। কোমর সমান জল পেরিয়ে নিরাপদ স্থানে পৌঁছচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অতি ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণ গুজরাত এবং সৌরাষ্ট্র এলাকাতেও। একাধিক নদী বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। বহু বাঁধেও জলস্তর বেড়েছে। মৌসম ভবন সূত্রে খবর, আগামী চারদিন গুজরাতে ভারী বৃষ্টি জারি থাকবে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ২২ থেকে ২৬ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।