নরেন্দ্রপুরে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার

গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল নরেন্দ্রপুর থানা এলাকার জগদীশপুরে। মৃতার স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের গাছের সঙ্গে বেঁধে ব্যাপক মারধর চালাল স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে নরেন্দ্রপুর থানার পুলিস। মৃতার নাম পূজা শর্মা। তাঁর বাপের বাড়ি শিলিগুড়ি বলে জানা গিয়েছে। পেশায় গাড়িচালক সুনীল শর্মার সঙ্গে বছর দশেক আগে বিয়ে হয় মৃতা পূজার। গতকাল, বুধবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিস।

error: Content is protected !!