প্রয়াত হ্যারি পটার খ্যাত স্কটিশ অভিনেতা রবি কোলট্র্যান

প্রয়াত স্কটিশ অভিনেতা রবি কোলট্র্যান । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। শুক্রবার স্কটল্যাণ্ডের ফালকির্কের কাছে একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতার আসল নাম অ্যান্থনি রবার্ট ম্যাকমিলান। ১৯৫০ সালে দক্ষিণ ল্যাঙ্কাশায়ারে তাঁর জন্ম। ১৯৭৯ সালে একটি টেলিভিশন সিরিজের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর কমেডি সিরিজ সহ একাধিক সিরিজে অভিনয় করেন। ১৯৯৪ সাল থেকে পরপর তিনবার ‘বাফটা’ পুরস্কার জেতেন তিনি। তবে সিনেমাপ্রেমীদের কাছে তিনি বেশি পরিচিত হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজিতে ‘হ্যাগরিড’-এর চরিত্রে।

error: Content is protected !!