অবশেষে চালু হচ্ছে হাওড়া-দিঘা ট্রেন

অবশেষে চালু হচ্ছে হাওড়া-দিঘা ট্রেন। একটি বিজ্ঞপ্তিতে দক্ষিণ–পূর্ব রেল জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি, সোমবার থেকে চালু হতে চলেছে হাওড়া–দিঘা স্পেশ্যাল ট্রেন। উভয় প্রান্ত থেকেই ট্রেনটি চালু হবে সোমবার। যদিও স্পেশাল ট্রেনের নামে ট্রেনটি চলবে,তবে পূর্ববর্তী তাম্রলিপ্ত এক্সপ্রেসের সময়সূচি মেনেই ট্রেনটি চলাচল করবে। অর্থাৎ প্রতিদিন ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে, দিঘা পৌঁছাবে সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ। ফিরতি পথে দিঘা থেকে ট্রেনটি ছাড়বে ১০টা ৩৫ মিনিটে, আর হাওড়া পৌঁছাবে দুপুর ১টা ৫৫ মিনিট নাগাদ ট্রেনটির নতুন নম্বর হল আপ ০২২৫৭ এবং ডাউন ০২২৫৮। হাওড়া-দিঘা স্পেশাল ট্রেনে মোট ১৪টি কামরা থাকবে, এরমধ্যে ২টি এসি চেয়ার কার (CC) এবং ১২টি জেনারেল সিটিং কার (2S)। অন্যদিকে হাওড়া থেকে ধানবাদ পর্যন্ত ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের যাত্রা ফের শুরু করতে চলেছে পূর্ব রেল। আপাতত এই ট্রেনটি চলবে হাওড়া-ধানবাদ সুপারফাস্ট স্পেশাল ট্রেন হিসেবে। এই ট্রেনটি অফিস যাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পূর্ব রেল সূত্রে জানা গেছে, আগামী রবিবার থেকে ট্রেনটি হাওড়া থেকে চালু হলেও ধানবাদ থেকে শুরু হবে আগের দিন শনিবার। হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে সকাল ৬ টা ১৫ মিনিটে এবং ধানবাদ পৌঁছবে ১১ টা ১৮ মিনিটে। ধানবাদ থেকে ছাড়বে বিকেল ৪ টে ২০ মিনিটে এবং হাওড়ায় পৌঁছবে রাত ৯ টা ২০ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!