মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চে হৃতিক রোশন

মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অফিসে হাজির হলেন হৃতিক রোশন। কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে সাইবার সেলে মামলা করেছিলেন হৃতিক। এবার সেই মামলায় নিজের বয়ান রেকর্ড করতে ক্রাইম ব্রাঞ্চের অফিসে পৌঁছলেন অভিনেতা। কালো রঙের টিশার্টের সঙ্গে কালো টুপি এবং মুখে মাস্ক পরে মুম্বই পুলিস কমিশনারের দফতরে হাজির হন বলিউড অভিনেতা। ২০১৬ সালে হৃত্বিক অভিযোগ করেন, কেউ বা কারা তাঁর নাম করে কোনও ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখান থেকে কঙ্গনাকে মেল করতেন। যদিও কঙ্গনা রানাউত পালটা দাবি করেন, ওই ইমেল আইডি হৃতিক নিজেই ২০১৪ সালে তাঁকে দিয়েছিলেন। ২০১৩-১৪ সালেও হৃতিক ও কঙ্গনার মধ্যে ওই একই আইডি থেকে মেল চালাচালিও হয়। সেই আইডির লগইন পাসওয়ার্ড অন্য কেউ কীভাবে পেয়ে, সেখান থেকে কঙ্গনাকে মেল করতে পারেন বলে পালটা প্রশ্ন তোলেন অভিনেত্রী। ওই মামলার প্রেক্ষিতেই শনিবার হৃতিককে জিজ্ঞাসাবাদ করা হবে মুম্বই পুলিসের অপরাধ দমন শাখার ক্রাইম ইনটেলিজেন্স ইউনিটের তরফে। ইতিমধ্যেই ক্রাইম ব্রাঞ্চের পৌঁছে গেছেন হৃতিক ।

error: Content is protected !!