ছত্তিশগড়ে মাওবাদী আক্রমণে শহিদ ৫ জওয়ান

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় শহিদ ৫ নিরাপত্তারক্ষী। আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার বিজাপুর জেলায় যৌথ তল্লাশি অভিযান চালাচ্ছিল সিআরপিএফের কোবরা ব্যাটেলিয়ন, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্স। অভিযান চলাকালীনই জঙ্গলের ভিতর থেকে অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। দু’‌পক্ষের গোলাগুলিতে পাঁচ জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। স্থানীয় পুলিশ আধিকারিক অশোক জুনেজা বলেছেন, ‘‌জওয়ানদের গুলিতে একাধিক মাওবাদী খতম হয়েছে।’ দু’‌পক্ষের গুলির লড়াই চলে সুকমা ও বীজাপুর সীমান্তের টারেম এলাকায়। জানা গেছে, মাওবাদীদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী।

প্রতীকী ছবি।

error: Content is protected !!