মণিপুর ইস্যুতে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ ‘ইন্ডিয়া’র

সংসদের অধিবেশন শুরুর আগেই এনডিএ এবং ইন্ডিয়ার বিক্ষোভে উত্তাল দেশের সংসদ চত্বর। বিরোধীরা বহুদিন ধরেই মণিপুর ইস্যুতে সুর চড়িয়েছে, দাবি করেছে প্রধানমন্ত্রীর বিবৃতি। সোমবার অধিবেশন শুরুর আগেই বিরোধী জোটের নেতা নেত্রীরা সুর চড়িয়েছেন ফের। গতকালই অধিবেশনে যোগ দেওয়ার জন্য দিল্লি পৌঁছেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি। আজ তিনি সংসদ চত্বরে বলেন, মণিপুরের প্রসঙ্গ এড়াতে অন্য রাজ্যের প্রসঙ্গ টেনে আনছে সরকার। অভিষেক বলেন, বাংলার পরিস্থিতি স্বাভাবিক, ইন্টারনেট চালু রয়েছে, মণিপুরেও তাহলে ইন্টারনেট চালু হোক। ১৫০০ কোটি টাকা খরচ করে নয়া সংসদ ভবন তৈরি প্রসঙ্গেও কেন্দ্রকে কটাক্ষ করেছেন অভিষেক। প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন মল্লিকার্জুন খাড়গে। অন্যদিকে সংসদ চত্বরে ইন্ডিয়ার পাল্টা বিক্ষোভ দেখিয়েছে এনডিএ।  বাংলার প্রসঙ্গ টেনে এনে নারী নির্যাতনের কথা বলেন সুকান্ত মজুমদার । সংসদের বাইরের পর উত্তাল হয় সংসদের কক্ষও। সোমবার কংগ্রেস, আপ সহ বিরোধী দলগুলি মণিপুর নিয়ে আলোচনার দাবি জানিয়ে দুই কক্ষেই নোটিস দেয়। অধিবেশন শুরুর পরেই দুই কক্ষে প্রবল হট্টোগোল। কিছুক্ষণেই মুলতুবি হয়ে যায় দুই কক্ষের অধিবেশন। 

error: Content is protected !!