‘কোনও দিন কংগ্রেসে যাব না’, ঘোষণা পিকের

কংগ্রেসের ডুবন্ত জাহাজ যোগ দেওয়া তো দূরের কথা, কোনও দিন দেশের শতাব্দী প্রাচীন দলের ভোট কুশলীর দায়িত্বও পালন করবেন না। মঙ্গলবার এমনটাই ঘোষণা করেছেন দেশের সেরা ভোট কুশলী প্রশান্ত কিশোর। তাঁর কথায়, ‘কংগ্রেসের বর্তমান নেতৃত্ব যাঁদের হাতে তাঁরা নিজেরা তো ডুবছেনই উল্টে সবাইকে নিয়ে ডুবতে চান। তাই আমি কখনই ওই ডুবন্ত নৌকার সওয়ারি হব না। কংগ্রেসে যাওয়ার কিংবা ওই দলের হয়ে কাজ করার প্রশ্নই ওঠে না।’ দেশের সেরা ভোট কুশলীর এমন ঘোষণা নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।