করোনার জেরে বতিল আইসিএসই ২০২১, একাদশে ভর্তি প্রক্রিয়া চালুর নির্দেশ সিআইএসসিই-র

সিবিএসই-র পর দশম শ্রেণির পরীক্ষা বাতিল করল কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস। গোটা দেশজুড়ে করোনার জেরেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে আগেই। সেই পরীক্ষার বিষয়ে জুন মাসের প্রথম সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত হবে । দিন কয়েকআগেই সিআইএসসিই-র তরফে পড়ুয়াদের দশম শ্রেণীর পরীক্ষায় বসার বিষয়ে বিকল্প দেওয়া হয়েছিল। এরপর দশম ও দ্বাদশের পরীক্ষা স্থগিত করা হয়। বলা হয়েছিল যেসব পড়ুয়া পরীক্ষায় বলতে আগ্রহী নয়, তাদের ‘ন্যায্য ও নিরপেক্ষ’ মানদণ্ডে মূল্যায়ন হবে। তবে কী সেই মানদণ্ড তা ঘোষণা করা হয়নি। তবে এদিনের ঘোষণার পর গোটা প্রক্রিয়াটিই আপাতত বাতিলের পর্যায়ে। এদিকে দশম শ্রেণিক পরীক্ষা বাতিল হলেও স্কুলগুলিতে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরুরও নির্দেশ দিয়েছে বোর্ড। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ-য়ের জেরে বাতিল হচ্ছে একের পর এক পরীক্ষা। গত ১৪ এপ্রিল সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করা হয়েছিল। দ্বাদশের এর পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তীকালে পরিস্থিতি বিবেচনা করে নতুন দিন ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। 

error: Content is protected !!