মাস্ক না পড়লে বুথে প্রবেশ নয়, জানাল নির্বাচন কমিশন

দেশ বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। সংক্রমণকে লাগাম দিতে প্রস্তুত যেরকম প্রশাসন তেমনি নির্বাচন কমিশন কোন অবস্থাতেই করোনাকে হালকা ভাবে নিতে রাজি নয়। নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল যে, যথেষ্ট ভাবে করোনা বিধি মানা হবে ভোট দানের সময়। প্রত্যেক ভোট কর্মীকে কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস তার সাথে একই সুবিধা পাবেন বুথে থাকা রাজনৈতিক দলের এজেন্টরাও। সাধারণ ভোটাররা ভোটদানের আগে পাবেন এক হাতে পরা গ্লাভস। তা দিয়ে ভোট দান করবেন এবং বুথ থেকে বেরোনোর সময় গ্লাভসটি ডাস্টবিনে ফেলে দেবেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০২১ বিধানসভা নির্বাচনে যদি সঠিক ভাবে করোনা বিধি না মানা হয়, তাহলে কোনো ভাবেই ভোটার ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রে ভোট দানের সময় ভোটাররা সঠিক ভাবে করোনা বিধি পালন করছেন কিনা তার ওপরও নজর রাখবে নির্বাচন কমিশন।

error: Content is protected !!