আজও কালবৈশাখীর পূর্বাভাস, আগামী ৩ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি সম্ভাবনা!

সপ্তাহান্তে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির সঙ্গে সঙ্গে নামবে পারদ। বৃহস্পতিবার বিকেলের মতো আজ (শুক্রবার) কিছু জেলায় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। তবে, উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। এককথায় চলতি সপ্তাহে খরতাপে ভোগান্তির সম্ভাবনা কম। এমনিতেই এপ্রিলের এই সময়ে পারদ স্বাভাবিকের আশেপাশে রয়েছে। যা গতবছর ছিল না। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আপাতত বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আর তা হচ্ছেও। তাই আবহে লাগামছাড়া গরম নেই। রবিবার পর্যন্ত তা না-হওয়ার সম্ভাবনাও বেশি। আবহবিদরা বলছেন, রাজ্যের উপর দিয়ে জোড়া অক্ষরেখা অবস্থান করছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাতাস অনুকূল থাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে অধিকাংশ সময়েই কলকাতা এবং তার আশপাশের এলাকার আকাশ মেঘলা ছিল। আজও সেইরকমই পূর্বাভাস। রোদ উঠলেও তেজ কম। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে।

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি আগামী 3 দিন চলবে-

  • আজ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় হবে ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দু’একটি জায়গায়। বাকি জেলাগুলিতে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।
  • শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। এরপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে প্রভাব অনেকটা কমবে।
  • রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড়-বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে। আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে।

উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা-

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে।

শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং ২২ ডিগ্রির আশেপাশে থাকবে।

error: Content is protected !!