
বিহারে করোনায় আক্রান্ত অন্তত ৭৫০ চিকিত্সক ও স্বাস্থ্যকর্মী
বিভিন্ন রাজ্যে হুহু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। অবস্থা খারাপ বিহারেরও। জানা গেছে পাটনায় অবস্থিত এইমস ছাড়াও আরও ৬টি হাসপাতালে ৭৫০ এরও বেশি চিকিত্সক ও স্বাস্থ্যকর্মী কোভিডে আক্রান্ত। পাটনা এইমসের অধ্যক্ষ চন্দ্রমণি সিং বলেছেন, এখনও অবধি ৩৮৪ জন চিকিত্সক, নার্স ও কর্মচারী স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে সেখানে পজিটিভ স্বাস্থ্যকর্মীর সংখ্যা ২২০। আর পাটনা মেডিকেল কলেজ হাসপাতালের ১২৫ জন চিকিত্সক, নার্স ও অন্যান্য কর্মচারী কোভিডে আক্রান্ত হয়েছেন। পাটনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্র শেখর ঠাকুর বলেছেন, ‘আক্রান্ত চিকিত্সক, নার্স ও কর্মচারীদের জন্য আলাদা শয্যার ব্যবস্থা করা হয়েছে।’ পাটনার কোভিড হাসপাতাল নালন্দা মেডিকেলে অন্তত ১০০ জন চিকিত্সক, নার্স ও কর্মচারী আক্রান্ত। মুজফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্তের সংখ্যাটা প্রায় ৫০। আবার গয়া জেলার নারায়ণা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ এর বেশি চিকিত্সক, নার্স ও কর্মচারী আক্রান্ত। ভাগলপুরের জওহরলাল নেহরু হাসপাতালেও একই চিত্র। সেখানেও আক্রান্ত প্রায় ৫০। এই অবস্থায় বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে বলেছেন, ‘চিকিত্সক, নার্সদের জরুরী ভিত্তিতে চিকিত্সা চলছে।’ মন্ত্রীর দাবি অনেকেই সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।