![](https://sangbadamebangla.com/wp-content/uploads/2021/04/bihar-a-jeep-carrying-at-least-15-passengers-fell-into-river-ganga-at-peepapul-in-patna.jpg)
দানাপুরের পিপাপুলে ব্রিজের রেলিং ভেঙে গঙ্গায় পড়ে গেল জিপ, মৃত ৯, নিখোঁজ ৬
বিহারে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা। বিহারে দানাপুরের পিপাপুলে ব্রিজের রেলিং ভেঙে গঙ্গায় পড়ে গেল একটি জিপ ৷ গাড়িটিতে অন্তত ১৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে ৷ বাকি ৬ যাত্রীদের খোঁজ এখনও মেলেনি ৷ জিপের মধ্যে যে যাত্রীরা ছিলেন, তাঁরা প্রত্যেকেই অকিলপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ নিখোঁজ হওয়া যাত্রীদের মধ্যে কয়েকজনের নাম পরিচয় এখনও পর্যন্ত জানা গিয়েছে, তাঁরা হলেন রমাকান্ত সিংহ, গীতা দেবী, অরবিন্দ সিংহ এবং সরোজ দেবী ৷ জেসিবির সাহায্যে জল থেকে গাড়িটিকে তুলে আনা হয় ৷ দুর্ঘটনাস্থলে এনডিআরএফের সঙ্গে উদ্ধারকাজে নামেন স্থানীয় বাসিন্দারাও ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দানাপুরের বিধায়ক রীতলাল যাদব ৷ একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন যাত্রীরা ৷ পিপাপুলের এই ব্রিজে আসতেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ৷ জিপটির ছাদেও কয়েকজন যাত্রী বসেছিলেন বলে জানা গিয়েছে ৷ গাড়িটি নিয়ন্ত্রণ হারাতেই তাঁরা কোনও মতে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে যান ৷ বাকিরা তলিয়ে যান গঙ্গার জলে ৷