গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৫৬ হাজার ২১১

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হলেন ৫৬ হাজার ২১১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২৭১ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭ হাজার ২৮ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৮৫৫ জন। তার মধ্যে বর্তমানে চিকিত্‍সা চলছে ৫ লাখ ৪০ হাজার ৭২০ জনের। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২১ জন। করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ১১৪ জনের। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ৬ কাটি ১১ লাখ ১৩ হাজার ৩৫৪ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।আইসিএমআর জানিয়েছে, গতকাল পর্যন্ত ২৪ কোটি ২৬ লাখ ৫০ হাজার ২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

error: Content is protected !!