আমেরিকার থেকে ‘এমকিউ-৯বি’ রিপার ড্রোন কিনছে ভারত

আমেরিকার থেকে এমকিউ-৯বি রিপার ড্রোন কেনার চুক্তি প্রায় পাকা করে ফেলেছে ভারত। আমেরিকার থেকে মোট ৩১টি এমকিউ-৯বি রিপার ড্রোন কিনতে চলেছে ভারত। মার্কিন ড্রোন এমকিউ-৯বি রিপার ক্ষেপণাস্ত্র ও লেজার বোমা বহনে সক্ষম। চলতি মাসের আমেরিকা সফরে এই সংক্রান্ত চুক্তি প্রায় পাকা করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে  গোয়েন্দাদের দাবি, ভারত-মার্কিন রিপার ড্রোনের চুক্তি চূড়ান্ত হতে চলায় গোপনে গোপনে ফের ষড়যন্ত্র শুরু করেছে ইসলামাবাদ। আর এই ইস্যুতে পাকিস্তানকে সমানে উস্কানি দিয়ে চলেছে চিন। শুধু তাই নয়, অস্ত্র বহণকারী ড্রোন দিয়ে পাক সেনাকে সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছে বেজিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!