ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারে আরও ৫০ টন ত্রাণ পাঠাল ভারত

ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারে দ্বিতীয় দফার ত্রাণ পাঠাল ভারত ৷ ‘অপারেশন ব্রহ্মা’র অধীনে অতিরিক্ত ৫০ টন ত্রাণ নিয়ে মায়ানমারে উদ্দেশে রওনা দিল ভারতীয় জাহাজ আইএনএস সতরূপা ও আইএনএস সাবিত্রি ৷ সেই সঙ্গে, অতিরিক্ত ৫০০ টন ত্রাণ নিয়ে মায়ানমারের পথে আরও ৩টি জাহাজ- আইএনএস করমুখ, আইএনএস ঘরিয়াল ও এলসিইউ-৫২ ৷ জোরালো ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পড়শি দেশ ৷ শুক্রবার কম্পনের তীব্রতা ছিল ৭.৭ ম্য়াগনেটিউড ৷ কম্পনে ভেঙে পড়া বাড়িগুলির ধ্বংসস্তূপ সরালেই বেরিয়ে আসছে একের পর এক মৃতদেহ ৷ মায়ানমারে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার ৷ আহতদের সংখ্যা ৩ হাজার ৯০০ জন ৷ সাহায্যের জন্য প্রথম মায়ানমারের পাশে দাঁড়ায় ভারত ৷ শনিবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ১৫ টন ত্রাণ নিয়ে পৌঁছয় ভারতীয় বায়ুসেনার C130J বিমান ৷ বিমানটি হিন্ডন বিমান ঘাঁটি থেকে মায়ানমারের উদ্দেশে রওনা দেয় ৷ জানা গিয়েছে, এদেশ থেকে পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, খাবার, পানীয় জল, সৌরবিদ্যুৎ চালিত বাল্ব, জেনারেটর সেট এবং প্রয়োজনীয় ওষুধ ৷ পরিস্থিতি সামাল দিতে মায়ানমারে আরও ত্রাণ পাঠাল ভারত ৷

error: Content is protected !!