খলিস্তানি নেতা হরদীপ সিংয়ের হত্যা নিয়ে পাল্টা জবাব ভারতের বিদেশমন্ত্রীর

খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় তলানিতে ভারতের সঙ্গে কানাডার সর্ম্পক। নিজ্জরের হত্যার পিছনে থাকতে পারে ভারতের হাত, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এই মন্তব্যের পরই দুই দেশের কূটনৈতিক সর্ম্পকের উপর বিরূপ প্রভাব পড়েছে। এর মাঝেই মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের জবাব দিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। মার্কিন রাষ্ট্রদূত বলেছিলেন, নিজ্জরের হত্যার পিছনে ভারতের যোগ থাকার সম্ভাবনা নিয়ে ফাইভ আই পার্টনারদের মধ্যে গোপন তথ্য ভাগ করে নেওয়া হয়েছিল। এই বিষয়ে জয়শঙ্করকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি তো ফাইভ আইয়ের সদস্য নই। এমনকী এফবিআই-এরও সদস্য নই। আমার মনে হয় ভুল লোককে প্রশ্ন করেছেন। নিজ্জরের হত্যার বিষয়ে কানাডার কাছে যদিও কোনও তথ্য থাকে, সেটি ভারতকে জানালে নিশ্চই আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।’  

error: Content is protected !!