প্রয়াত অলিম্পিকসে সোনা জয়ী হকি খেলোয়াড় চরণজিৎ সিং

প্রয়াত বিখ্যাত হকি খেলোয়াড় চরণজিৎ সিং। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। আজ,বৃহস্পতিবার হিমাচল প্রদেশের উনায় নীজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। তাঁর অধিনায়কত্বেই ভারতীয় দল হকিতে ১৯৬৪ সালের সামার অলিম্পিকসে সোনা জিতেছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, ৫ বছর আগে স্ট্রোক হয়েছিল বর্ষীয়ান এই ক্রীড়াবিদের, তখন থেকেই প্যারালাইসড হয়ে পড়েন তিনি ৷ তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে ৷

error: Content is protected !!