ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিল্ডিং খোলার অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি রেলের

রাজ্য সরকারের অনুমতি না মেলা পর্যন্ত নিউ কয়লাঘাটা বিল্ডিংয়ের কোনও দপ্তর খোলা যাবে না। এজন্য রাজ্যের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এদিকে বৃহস্পতিবারই পূর্ব রেলের সিপিআরও কমলদেও দাসকে বদলি করা হয়েছে। আগুন লাগার পরেই সিপিআরও বদলির যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও কৌতুহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাঁকে সরানো হয়েছে বলে মনে করেছেন অনেকে। যদিও এপূর্ব রেলের এজিএম অনিত দুলাত এটাকে ‘রুটিন বদলি’ বলে জানিয়েছেন। রাজ্যকে চিঠি পাঠানো প্রসঙ্গে এজিএম বলেন, “বিল্ডিংটিতে অসংখ্য গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। সেখানে বিভাগীয় প্রধানদের চেম্বার রয়েছে। বিল্ডিং বন্ধ থাকায় কাজের প্রভূত ক্ষতি হচ্ছে।”

error: Content is protected !!