আজ থেকে শুরু ‘জওয়ান’এর অগ্রিম টিকিট বিক্রি

গতকালই সামনে এসেছে ‘জওয়ান’এর বহু প্রতীক্ষিত ট্রেলার। ২ মিনিট ৪৫ সেকেন্ডের ট্রেলার জুড়ে মিলেছে একের পর এক চমক। শাহরুখ খানের ছবির প্রতি আকর্ষণ ট্রেলার যেন আরও কয়েকগুণ উসকে দিয়েছে। আজ শুক্রবার থেকে শুরু হয়ে গেল জওয়ানের অগ্রিম টিকিট বুকিং। সারা ভারত জুড়ে হুড়মুড়িয়ে চলছে সেই বুকিং। ছবির প্রযোজনা সংস্থা রেড চিলিসের এক্স হ্যান্ডেল থেকে প্রকাশ করা হয়েছে জওয়ানের অগ্রিম টিকিট বুকিংয়ের লিঙ্ক। বুক মাই শো, পেটিএম এবং অ্যামাজনের মাধ্যমে করা যাচ্ছে ছবির অগ্রিম টিকিট বুকিং।

error: Content is protected !!