
এসটিএফ ও পুলিসের যৌথ অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র
এসটিএফ ও পুলিস যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ এক মহিলাকে গ্রেপ্তার করল। ধৃতের নাম মার্জিনা বিবি(৫৫)। তার কাছ থেকে তিনটে সেভেন এমএম পিস্তল, ছটি ম্যাগাজিন এবং ২০টি কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিস সূত্রে খবর, ওই মহিলার বাড়ি মালদহের কালিয়াচক এলাকার বামনতলায়। বুধবার গভীর রাতে নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।