বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়িতে ১০ চাকার লরির ধাক্কা

দুর্ঘটনার মুখে পড়লেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দেগঙ্গার দিক থেকে ফেরার পথে টাকি রোডের ওপর দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। সূত্রের খবর, এদিন উত্তর ২৪ পরগনায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন জ্যোতিপ্রিয়। সেখান থেকে ফিরছিলেন। ওই রাস্তা দিয়ে মন্ত্রী প্রায়ই যাতায়াত করেন বলে জানা যায়। দেগঙ্গা ও নূরনগরের মাঝে ঘটে দুর্ঘটনা। মন্ত্রী যে গাড়িতে ছিলেন, সেই গাড়িতেই ধাক্কা মারে একটি ১০ চাকার লরি। লরিটিতে পাথর বোঝাই ছিল বলেও জানা গিয়েছে। গাড়িতে আঘাত লাগলেও মন্ত্রীর কোনও ক্ষতি হয়নি। তবে আচমকা ধাক্কা লাগায় ভয় পেয়ে গিয়েছিলেন মন্ত্রী নিজেও। জানা গিয়েছে, লরিটি ব্রেক ফেল করেছিল। তার জেরেই আঘাত লাগে। ঘটনার পর লরিটিকে আটক করা হয়। পরে ছেড়ে দেওয়া হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, তাঁর কোনও আঘাত লাগেনি।

error: Content is protected !!