কালীপুজোয় রাতভর চলবে মেট্রো

আজ কালীপুজো। রাতে দক্ষিণেশ্বর বা কালীঘাট যাওয়ার কথা মাথায় রেখেই এদিন রাতভর চলবে মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, যারা মা কালীর দর্শন, অঞ্জলি বা পুজো দিতে ইচ্ছুক তাদের জন্য থাকবে স্পেশাল মেট্রো । রাতে ৯ টা ৪০ মিনিট থেকে রাত ১১ টার মধ্যে নর্থ-সাউথ লাইনে (ব্লু লাইন তথা দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইন) মোট আটটি স্পেশাল মেট্রো চালানো হবে। প্রতিটি মেট্রোয় সময়ের ব্যবধান ২০ মিনিট।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী স্পেশাল মেট্রোর সময়সূচি
১) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ১০ টা

২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ১০.২০ মিনিট

৩) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ১০.৪০ মিনিট

৪) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ১১ টা

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী স্পেশাল মেট্রোর সময়সূচি
১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯.৪৮ মিনিট

২) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ১০. ৮ মিনিট

৩) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ১০.২৮ মিনিট

শিয়ালদা থেকে সল্টলেক মেট্রোর সময়সূচি
১) শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ: রাত ৯.৩৫ মিনিট

২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা: রাত ৯.৪০ মিনিট।