
Khakee: The Bengal Chapter: প্রকাশ্যে এলো ‘খাকি’র ট্রেলারে
বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে যে রগরগে এক থ্রিলার উপহার দিতে চলেছেন পরিচালক নীরজ পাণ্ডে, ট্রেলার দেখেই তা বেশ বোঝা গেল। ট্রেলার জুড়ে মারাত্মক উত্তেজনার আবহ। বন্দুক, কার্তুজ, খুনোখুনির ঝলকেই দানা বাঁধল জমজমাট রহস্য। ক্রমে পুলিশ, রাজনীতি ও খুনখারাপির কোলাজে রগরগে দৃশ্যগুলি নিঃসন্দেহে কৌতূহলোদ্দীপক। দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে জিৎ এবং দোর্দণ্ডপ্রতাপ রাজনীতিকের ভূমিকায় প্রসেনজিৎ দুরন্ত। বোঝাই গেল, কেন ইন্ডাস্ট্রি বলেছিলেন, ‘বাঘ-সিংহ আসছে’। আর এই ২.৩৭ মিনিটের ট্রেলারে মারকাটারি অবতারে নজর কাড়লেন শাশ্বত চট্টোপাধ্যায়। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ ডনের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এর আগে টিজারের আবহে আগাগোড়াই প্রায় কৈলাস খেরের কণ্ঠনিঃসৃত ‘এক অউর রং ভি দেখিয়ে ইয়ে বাঙ্গাল কা’ এক অন্য মাত্রা যোগ করেছিল। এবার ট্রেলারে সংলাপ আর আবহসঙ্গীত জমিয়ে দিল। উল্লেখ্য, কলকাতায় এই সিরিজের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই বড় ঘোষণা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। খুব শিগগিরি এক বাংলা ছবিতে দেখা যাবে জিৎ এবং তাঁকে।