চুপিসারে ভারতে এসে ৪ দিন কাটিয়ে গেলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা

চুপিসারে ভারতে এসে সময় কাটালেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা। রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি বেঙ্গালুরুতে ৪ দিন ছিলেন চার্লস এবং ক্যামিলা। তবে তাঁদের এই সম্পূর্ণ ব্যক্তিগত সফরের বিষয়ে মিডিয়া গুণাক্ষরেও টের পায়নি। এই আবহে তাঁদের ভারতের সফরের বিষয়ে জানাজানি হওয়ার অনেক আগেই তারা আবার ব্রিটেনে ফিরে যান।  জানা গিয়েছে, সম্প্রতি সামোয়া গিয়েছিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং তাঁর স্ত্রী তথা ব্রিটেনের রানি ক্যামিলা। সামোয়া থেকে ব্রিটেন ফেরার পথেই তাঁরা ভারতের বেঙ্গালুরুতে চুপিসারে ৪ দিন কাটিয়ে যান। তাঁদের এই সফর ঘিরে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে ছিলেন চার্লস এবং ক্যামিলা।  রিপোর্টে দাবি করা হয়েছে, বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে অবস্থিত সুকিয়া হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে ছিলেন চার্লস এবং ক্যামিলা। এই স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিষ্ঠা করেছিলেন ডঃ আইজ্যাক মাথাই নুরানাল। উল্লেখ্য, ডঃ মাথাই হলেন ব্রিটিশ রাজ পরিবারের অন্যতম চিকিৎসক। চর্লস এবং ক্যামিলা তাঁর প্রশংসা করেন এখানে এসে।