রেল ব্রিজ পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত চিতা

রেল ব্রিজ পার হতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মারা গেল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মালবাজার ও চালসার মাঝে নেওরানদী রেল ব্রিজ এলাকায়।  স্থানীয় বাসিন্দা সাগর মিঞ্জ, অনিল খেড়িয়া জানান, সম্ভবত চিতাটি রাতে রেল সেতু পেরিয়ে আসছিল। সেই সময় চালসা থেকে মালবাজার অভিমুখে কোন ট্রেন যাচ্ছিল। মনে হয় সেই ট্রেনের ধাক্কায় লেপার্ডটির মৃত্যু হয়। লেপার্ডটি রেলসেতু থেকে ঝুলে ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাল বন্যপ্রাণ স্কোয়াডের বনকর্মীরা। তাঁরা মৃত লেপার্ডটিকে উদ্ধার করে। মাল বন্যপ্রাণ স্কোয়াডের রেঞ্জার দিপেন সুব্বা বলেন, ‘সম্ভবত রেলের ধাক্কায় লেপার্ডটির মৃত্যু হয়েছে। এটি পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ড। আমরা এখন লাটাগুড়ি এনআইসিতে নিয়ে যাব। সেখানে ময়নাতদন্তের পর সব জানা যাবে।’

error: Content is protected !!