নির্মীয়মাণ ফ্ল্যাটে লিফটের কেবল ছিঁড়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮

গ্রেটার নয়ডা পশ্চিমে আম্রপালি ড্রিম ভ্যালি সোসাইটির টেকজোন-৪ এলাকায় একটি নির্মীয়মাণ ফ্ল্যাটে লিফটের কেবল ছিঁড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন চারজন। পাঁচজন শ্রমিকের মধ্যে চারজন জখম হয়েছিলেন বলে খবর। জানা গিয়েছে, আজ, শনিবার সকালে সেই চারজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮। শুক্রবার পর্যন্ত ৪ জন মারা গিয়েছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, এনবিসিসি দ্বারা পরিচালিত এই নির্মাণের কর্মীরা লিফ্ট চড়ে ১৪ তলায় যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ, সাসপেনশনের তার ছিড়ে লিফ্ট ভেঙে পড়ে। ওই লিফ্টে ৯ জন নির্মাণকর্মী চোদ্দতলা পর্যন্ত যাচ্ছিলেন। একটিই লিফ্ট-এ ৯ জন চড়ার পরই সেটা ভেঙে পড়ে। সেন্ট্রাল নয়ডার অ্য়াসিস্টেন্ট পুলিশ কমিশনার আরকে পান্ডে এই বিষয়ে জানিয়েছিলেন, ‘ সন্দেহ করা হচ্ছে লিফটের সাসপেনশন তার ফেটে গেছে, লিফ্টে ১৪ তলায় যেতে ৯ জন নির্মাণ শ্রমিক চড়েছিলেন।’ ঘটনার পর শুক্রবার একটা এফআইআর করা হয়েছিল। ৯জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়। তার মধ্যে এনবিসিসির দুজন আধিকারিক ও নির্মাণকারী সংস্থার তিনজনের নাম ছিল । সেই সঙ্গে লিফট কোম্পানির দুজনের নাম ও দুজন সাইট সুপারভাইজারের নাম ছিল। 

error: Content is protected !!