ফের দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের
দাম বাড়ল বাণিজ্যিক ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের৷ রবিবার সিলিন্ডার পিছু দাম বাড়ানো হল ১০২.৫০ টাকা৷ এই দামবৃদ্ধির ফলে আজ থেকে একটি ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে বাণিজ্যিক সংস্থাগুলিতে দিতে হবে ২৩৫৫.৫০ পয়সা৷ যেটা গতমাসে ছিল ২ হাজার ২৫৩ টাকা৷ অন্যদিকে ৫ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে লাগবে ৬৫৫ টাকা৷ তবে আম জনতাকে স্বস্তি দিয়ে এই মূল্যবৃদ্ধির বাজারে রান্নার গ্যাসের দাম বাড়ায়নি তেল কোম্পানিগুলি৷ রান্নার গ্যাসের দাম না বাড়লেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম এই নিয়ে তিনবার বাড়ল৷