
ফের অসুস্থ মদন মিত্র, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি এসএসকেএম-এ
ফের অসুস্থ হয়ে পড়লেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে তাঁর। কলকাতার এসএসকেম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সেখানে উডবার্ন বিভাগে চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। কয়েকদিন আগেই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন। কামারহাটিতে ভোট প্রক্রিয়া ঘুরে দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। শ্বাসকষ্ট অনুভব করলে রথতলায় দলের কার্যালয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তাঁকে অক্সিজেনও দিতে হয়। তার পর তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিত্সকেরা।