
করোনায় আক্রান্ত যাদবপুরের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী
করোনায় আক্রান্ত যাদবপুরের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। করোনা পজিটিভ হওয়ার পরই তাঁর বুকের সিটি স্ক্যান করে দেখা হয়। তারপরই চিকিৎসকদের পরামর্শে তাঁকে ভর্তি করা হয় বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা। চিকিৎসকরা জানাচ্ছেন, সুজনবাবুর শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। আপাতত কিছুটা হলেও ভালো আছেন সুজন চক্রবর্তী। ইতিমধ্যেই রাজ্যের একাধিক প্রার্থী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা করোনা আক্রান্ত হয়েছেন। করোনার মৃদু উপসর্গ রয়েছে সুজনবাবুর শরীরে।