নবরাত্রিতে দিল্লিতে মাংসের দোকানে নিষেধাজ্ঞায় সরব মহুয়া মৈত্র

নবরাত্রি উপলক্ষে রাজধানীর বিভিন্ন অংশে মাংসের দোকান খোলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ সংবিধানে দেশের নাগরিকদের যে স্বাধীনতা ও অধিকার দেওয়া আছে, তিনি টুইটে সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন ৷ বলেছেন, সংবিধান অনুযায়ী যখন খুশি মাংস খাওয়ার অধিকার তাঁর আছে এবং দোকানদারেরও মাংস বিক্রি করে ব্যবসা চালানোর অধিকার রয়েছে ৷ দক্ষিণ দিল্লির মেয়র মুকেশ সুরিয়ান ঘোষণা করেন যে, সেই পৌরসভার অন্তর্গত সব মাংসের দোকান এখন বন্ধ রাখা উচিত কারণ, “এখন দেবী দুর্গার আরাধনায় নবরাত্রি পালিত হওয়ার পবিত্র সময় ৷” এই নয় দিনে ভক্তদেরও মাংস, পেঁয়াজ ও রসুন এড়িয়ে চলা উচিত বলে মন্তব্য করেন তিনি ৷ তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে মাংসের সব দোকান বন্ধ রাখা হবে ৷ মাংস বিক্রি না হলেই মানুষ মাংস খাবে না ৷ তাঁর কথায়, “আমরা দিল্লিবাসীর আবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি ৷” বুধবার সকালে মহুয়া মৈত্র টুইটে লিখেছেন, “আমি দক্ষিণ দিল্লিতে থাকি ৷ আমি যখন চাই তখনই আমারে মাংস খাওয়ার ও দোকানদারকে তাঁর ব্যবসা চালানোর অনুমতি দিয়েছে সংবিধান ৷” এ কথা লিখে তিনি সবশেষে লিখেছেন ‘ফুল স্টপ’ ৷ অর্থাৎ তাঁর এই একটা শব্দ দিয়েই এই প্রসঙ্গে দাড়ি টানতে চেয়েছেন কৃষ্ণনগরের সাংসদ ৷

error: Content is protected !!