চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় মহারাষ্ট্র থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

অবশেষে গ্রেপ্তার করা হল চলন্ত ট্রেনে সহযাত্রীর গায়ে আগুন লাগানোর ঘটনায় অভিযুক্ত যুবককে। গতকাল, মঙ্গলবার রাতে অভিযুক্ত যুবককে মহারাষ্ট্রের রত্নাগিরি স্টেশনের কাছ থেকে পাকড়াও করে মহারাষ্ট্র পুলিস ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি দল। জানা গিয়েছে, ধৃতের নাম, শাহরুখ সেইফি। গত ২ এপ্রিল রাতে এই যুবকই কেরলের কোঝিকোড় জেলায় চলন্ত ট্রেনে সহযাত্রীদের গায়ে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় মৃত্যু হয় ৩ জনের ও আহত হন ৯ জন। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। গতকালই গোপন সূত্রে তার খবর পায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জানা গিয়েছে, সে রত্নাগিরির হাসপাতালে ভর্তি হয়েছিল। ঘটনার দিন চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে মাথায় চোট পায় সে। কিন্তু চিকিৎসা চলাকালীনই শাহরুখ হাসপাতাল থেকে ফের পালিয়ে যায়। তার খবর পেয়ে গোটা রত্নাগিরিজুড়েই তল্লাশি চালায় মহারাষ্ট্র পুলিস ও গোয়েন্দা সংস্থার তদন্তকারী অফিসাররা। অবশেষে রত্নাগিরি স্টেশনের কাছ থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়। বর্তমানে সে রত্নাগিরি পুলিস স্টেশনেই রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেখানে গিয়েছে কেরল পুলিসের আধিকারিকরা। 

error: Content is protected !!