সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু

 সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত্যু হল বকটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। গোপন সূত্রে খবর পেয়ে চলতি মাসের ৩ ডিসেম্বর ঝাড়খণ্ড থেকে সিবিআই গ্রেফতার করেছিল লালনকে। তাঁর ‘অস্বাভিক মৃত্যু’র ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য। এই নিয়ে আদালতের নির্দেশে দ্বিতীয়বার সিবিআই হেফাজতে ছিলেন লালন। সেই হেফাজতের ৩ দিনের মাথাতেই মৃত্যু হল বকটুই (BAGTUI) কাণ্ডের মূল অভিযুক্তের। অথচ তাঁর শারীরিক অসুস্থতার কোনও খবর ছিল না। প্রশ্ন, তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকাকালীন কী করে মৃত্যু হল লালনের? সিবিআইয়ের রামপুরহাটের অস্থায়ী ক্যাম্পে থাকাকালীন মূল অভিযুক্তের এই মৃত্যুকে কেন্দ্র করেই উঠছে একাধিক প্রশ্ন।  

error: Content is protected !!