ভবানীপুরের মিত্র ইন্সস্টিউশনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ভবানীপুরের মিত্র ইন্সস্টিউশনে ভোট দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে এবার প্লাস্টার। হেঁটে ভোট দিতে যাওয়ার উপায় ছিল না এবার । তাই কমিশনের তরফে তাঁর বুথে প্রবেশের জন্য করা হয়েছিল বিশেষ ব়্যাম্পের ব্যবস্থা । সেই ব়্যাম্পের উপর দিয়েই হুইল চেয়ারে বসে মিত্র ইনস্টিটিউশনের বুথে প্রবেশ করেন তিনি। ভোট দিয়ে বেরোনোর পথে মমতার শরীরী ভাষা ছিল বেশ আত্মবিশ্বাসী । হাত উঁচিয়ে ভিক্ট্রি সাইন দেখালেন। সকলের নজর ছিল আজ মিত্র ইনস্টিটিউশনের দিকে । কখন মুখ্যমন্ত্রী ভোট দিতে আসবেন, সেইদিকেই তাকিয়ে ছিলেন সকলে। আজও সারাদিন ধরে বিভিন্ন কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের । একইসঙ্গে নবান্নেও বেশ কিছু কাজ ছিল । সেই সব কাজ মিটিয়ে শেষ বেলায় মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন এলেন মমতা । পা এখন অনেকটাই ভাল আছে মমতার । কিন্তু নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণে প্লাস্টার কাটানোর সময় পাচ্ছেন না ।

error: Content is protected !!