‘ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে আর কাউকে ব্যান করা যাবে না’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আগামীকাল অর্থাত্‍ বুধবার সকাল থেকেই সেটে ফিরছেন পরিচালক ও টেকনিশিয়ানরা। বিগত চার-পাঁচদিন ধরেই রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করা নিয়ে উত্তাল ছিল গোটা ইন্ডাস্ট্রি। প্রথমে রাহুলকে ব্যান করে ডিরেক্টরস গিল্ড। তারপর তাঁরা সেই ব্যান তুললেও রাহুলের ব্যানের পক্ষে সরব হয় ফেডারেশন। দফায় দফায় বৈঠকেও যখন সমস্যার জট খুলছে না, তখন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয় ইন্ডাস্ট্রির অভিভাবক প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ ও দেব। মঙ্গলবার বৈঠকে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, আজকের পর থেকে ইন্ডাস্ট্রির আর কাউকে ব্যান করতে পারবে না ফেডারেশন।  পরিচালকদের সঙ্গে মঙ্গলবার রাতে সাংবাদিক বৈঠক করেন দেব, প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় ও গৌতম ঘোষ। তাঁরা জানান যে এসভিএফের যে ছবির পরিচালনা ঘিরে সমস্যা তৈরি হয়, সেই ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায়ই থাকবেন। এদিন রাহুলের উপর থেকে ব্যান তুলে নিল ফেডারেশন। ৭দিন পর থেকে পরিচালক হিসাবেই শ্যুটিং শুরু করবেন তিনি। আগামীকাল অর্থাত্‍ বুধবার থেকেই শ্যুট শুরু করবেন সকল পরিচালকরা। ফেডারেশনের নিয়ম কানুন নিয়ে প্রথমদিন থেকেই পরিবর্তন আনার ডাক দিয়েছিলেন পরিচালকরা। আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ফেডারেশনের নিয়মকানুন বদলের জন্য একটা রিভিউ কমিটি তৈরি করা হবে। মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্বাবধানে তিন মাসের মধ্যে নতুন নিয়ম কানুন রিভিউ কমিটির সামনে জমা করতে হবে। নভেম্বরের মধ্যেই লাগু করতে হবে নতুন নিয়ম। সেই কমিটিতে থাকবেন অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, দেব, প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় ও গৌতম ঘোষ, এছাড়াও ২৬টি গিল্ডের একজন করে সদস্যও থাকবেন সেই কমিটিতে। বুধবার গৌতম ঘোষ জানান যে প্রথমে মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করতে চাননি। কিন্তু কিছুতেই সমস্যার সমাধান না হলেও প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের উদ্যোগে ফের যোগাযোগ করা হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। এই মিয়মের সংশোধন প্রয়োজন বলেই মনে করেন গৌতম ঘোষ। তিনি বলেন যে ‘আমরা সবাই ফেডারেশনেরই অন্তর্গত। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, উনি যে আমাদের সমস্যা বুঝতে পেরেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। এই নিয়মের পরিবর্তন সব গিল্ডের জন্য উপকারী’। প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় বলেন, ‘এরা, ওরা বলে কিছু নেই, এখানে শুধু সবাই আমরা। ইন্ডাস্ট্রিকে বড় করাই একমাত্র লক্ষ্য। ইন্ডাস্ট্রির উন্নতিই একমাত্র উদ্দেশ্য। আমি জীবনের অনেকটাই কাটিয়ে ফেলেছি। এখন দেবের মতো আমার ভাইরা ভালো ভালো কাজ করুক। সুস্থ পরিবেশে কাজ এগিয়ে চলুক’।